প্রতি হাজার ভিউতে YouTube আমাক কত ডলার পে করে।

অনেকেরই প্রশ্ন ছিলো যে ১০০০ ভিউতে YouTube কত ডলার দিয়ে থাকে

আসলে YouTube ভিউ বা ওয়ার্চ টাইমের উপর কোন টাকা দেয় না। আমরা সবাই জানি যে ইউটিউবের ইনকাম আসে মূলত adsense বা মনিটাইজ থেকে। আপনার ভিডিওতে যত বেশি এডস দেখা যাবে এবং যত বেশি ক্লিক পরবে আপনার ইনকাম তত বেশি হবে।

এখানে আপনার ইনকামটা নির্ভর করে অডিয়েন্সের উপর। অর্থাৎ কোন দেশ গুলো থেকে আপনার অডিয়েন্স আসতেছে।
যদি দেখা যায় যে আপনার ট্রফিক গুলো বাহিরের দেশ থেকে (USA,UK,CA...) আসতেছে তাহলে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন। কারন বাহিরের Countryer এডস গুলোর সিপিসি রেট আনেক বেশি থাকে। ফলে আপনার ইনকাম টাও অনেক বেশি হবে।

তবে আমাদের দেশের অধিকাংশ YouTuber রা প্রতি হাজার ভিওতে গড়ে $0.50 থেকে 0.60 ডলার ইনকাম করে। ইউটিউবের ইনকাম এতো কম? আপনি হয়তো বলতে পারেন যে অনেক ইউটিউবার আছেন যারা প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করে।
হ্যাঁ আপনিও করতে পারবেন যদি ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করেন। কারন ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনার ট্রফিক গুলো বেশিরভাগ বাহিরের দেশগুলো থেকে আসবে যার ফলে আপনার ইনকামটাও দ্বীগুন হবে।

বর্তমানে ইউটিউব আপডেট নিয়ে এসেছে যে ৮ মিনিটের ভিডিও তেও আপনি সব ধরনের এডস বসাতে পারবেন। সুতরাং আপনার চ্যানেলে যদি দশ মিনিটের কম বা আট মিনিটের বেশি ভিডিও আপলোড করেন তাহলেও আপনার ইনকাম আগের মতই হবে। অর্থাৎ ছোট ভিডিওর জন্য আপনার ইনকাম কমে যাবেনা।



أحدث أقدم