Top10 ক্লিক ব্যাংকের বিকল্প ১০ সাইট। লাখ টাকা আয়ের সেরা সুযোগ পর্ব-১

হেই আপনাদের চমকে দেওয়ার মোত দারুন কিছু সাইট নিয়ে এলাম। আপনি যদি সত্যিই অনলাইন থেকে আয় করতে চান তাহলে পুরো বিষয়টা মোন দিয়ে দেখুন। 
অনলাইনে আয় করার সেরা একটি মাধ্যম হচ্ছে এফিলিয়েট মার্কেটিং কিন্ত বর্তমানে বাংলাদেশ থেকে ক্লিক ব্যাংকে একাউন্ট করা যায় না। তাই আপনাদের জন্য মার্কেটের সেরা ১০ টি সাইট নিয়ে এসেছি এবং প্রতিটা সাইটই সস্পুর্ন ভাবে বাংলাদেশকে সাপোর্ট করে।

আমাদের প্রথম সাইট হচ্ছে: Amazon
নতুনদের জন্য সেরা একটি এফিলিয়েট নেটওয়ার্ক হলো এমাজন। বর্তমানে সারা দুনিয়াতে এদের ব্যপক প্রচালন রয়েছে। এই মার্কেট প্লেসে আপনি খবই সহজে একাউন্ট Approvel পেয়ে যাবেন যদি আপনার একটা ওয়েবসাইট আথবা ফ্রি ব্লগার সাইট থাকে। বর্তমানে বাংলাদেশে কয়েক হাজার মার্কেটার রয়েছে যারা এমাজনে এফিলিয়েট মার্কেটিং করে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করে। এখানে আপনি মাত্র ১০ ডলার হয়ে গেলেই পেমেন্ট নিতে পারবেন। Amazon এর কুকিজ মেয়াদ ২৪ ঘন্টা। নতুনদের জন্য এটা অনেক ভালো একটা এফিলিয়েট নেটওয়ার্ক কারন এদের পন্য গুলো অনেক  মানসম্মত।


আমাদের দ্বীতিয় সাইট হচ্ছে : Jvzoo
আপনারা যারা অনেক আগে থেকে মার্কেটিং করেন তারা এই সাইটাকে চিনে থাকবেন। এখানে লাখেরও বেশি প্রডাক্ট রয়েছে। তাই আপনার পছন্দের পন্য বেছে নিয়ে কাজ শুরু করতে পারেন। এখানে আপনি প্রতিটা পন্যের জন্য আলাদা আলাদা কমিসন লাভ করবেন। এবং এরা পেপাল,পেওনিয়ার,জিফট,আথরাইজ ডট নেট এবং স্ত্রাপের মাধ্যমে পেমেন্ট করে। আর এই সাইটের কুকি মেয়াক ২৪ ঘন্টা। অনেকেই কুকিজ টা বোঝেনা তাদের জন্য একটু বলি, ধরুন আপনি একটা পন্যে প্রমোট করলেন এবং দেখা গেলো অনেকেই আপনার এফিলিয়েট লিংকে ক্লিক করলো কিন্ত পন্যটা কেউই ক্রয় করলো না। কিন্তু ২৪ ঘন্টার মধ্য যদি তারা পুনরায় পন্যটা অন্য কোন এফিলিয়েট মেনেজারের কাছ থেকে ক্রয় করলো সে ক্ষেত্রে আপনিই কমিসন লাভ করবেন কারন প্রথমত সে আপনার লিংক থেকে পন্যটা দেখেছেন আশাকরি বিষয়টা বুঝাতে পেরেছি।

আমাদের তৃতীয় সাইট হচ্ছে: Market health-
এই সাইট মূলত health and buty রিলেটেড পন্য নিয়ে কাজ করে। যারা health and buty রিলেটেড পন্য নিয়ে কাজ করতে চান তাদের জন্য এটা অনেক ভালো একটা এফিলিয়েট নেটওয়ার্ক। আর এই মার্কেটপ্লেসের কুকিজ ডিউরিসন ৩০ দিন। যা  একজন একজন এফিলিয়েটস মার্কেটারের জন্য যথেষ্ট সময়।
এই সাইটের মিনিমাম payout বিশ ডলার।
এখানে পেমেন্ট অপশন হচ্ছে মেইলে প্রেরন করা চেক, ব্যাংক ট্রান্সফার, স্ক্রিল এবং প্রি পেইড ডেবিটকার্ড ভায়া পেয়নিয়ার। আপনি যদি perday বিশটা সেল নিয়ে আসতে পারেন তাহলে ওরা আপনাকে Vip কমিসন পে করবে। এছাড়া আপনি ইচ্ছে মত যেকোনো ওয়েতে পেমেন্ট নিতে পারবেন। তবে কেবল মাত্র perday বিশটা সেল আনতে পারলেই কেবল এই অফার টা পাবেন। তা বলি আপনারা যারা ক্লিক ব্যাংকে একাউন্ট করতে পারছেন না তারা এই সাইটে কাজ করতে পারেন ওকে ।

আমাদের চতুর্থ সাইট হচ্ছে:Rakuten Linkshare
সারা দুনিয়াতে কয়েকটি প্রফেসনাল এফিলিয়েট নেটওয়ার্কের মধ্যে অন্যতম জনপ্রিয় সাইট হচ্ছে Rakuten Linkshare. এখানে আপনি ক্লিক ব্যাংকের মতোই ইচ্ছে মত পন্য নিয়ে কাজ করতে পারবেন তবে এখানে প্রতিটা পন্যের জন্য আলাদা ভাবে approvel নিতে হবে। যেহেতু এটা একটা প্রফেশনাল সাইট সুতরাং ইতি পুর্বে আপনি কোন মার্কেট প্লেসে কাজ করে থাকলেই কেবল মাত্র এই সাইটে জয়েন হওয়ার সুযোগ পাবেন। এবং এদের কুকিজ ডিউরিসন ১ মাস। যা একজন এফিলিয়েট মার্কেটারের জন্য যথেষ্ট সময়। আর এখানে পেমেন্ট নিতে পারবেন পেপালের সাহায্যে। আপনি হয়তো বলতে পারেন যে পেপাল ত বাংলাদেশে সাপোর্ট করে না। আসলে পেপাল বাংলাদেশে সাপোর্ট করে সবাই করে কিন্তু বাংলাদেশ থেকে একাউন্ট করা যায় না। বর্তমানে মাত্র ৳২০০০ টাকয় ভেরিফাই পেপাল একাউন্ট কিনে পাওয়া যায়।

আমাদের পঞ্চম সাইট হচ্ছে:Tripadvisor-
এটা হলো জনপ্রিয় ভ্রমনবিষয়ক সাইট । অরা হোটেল, ভ্যাকেশন প্যাকেজ, রেস্টুরেন্ট রিজারভেশন, এবং অন্যান্য ভ্রমণ বিশয়ক আইটেম নিয়ে কাজ করে। এই মার্কেট প্লেসে আপনি প্রতিটা সেলের বিনিময়ে ৫০% কমিসন লাভ করবেন। আপনি যদি ভ্রমন বিষক পন্য নিয়ে কাজ করতে চান তাহলে Tripadvisor এ কাজ করতে পারেন। এদের কমিসন রেট দেখলে সত্যিই আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আপনি যদি বছরে অন্তত একটা clainet পেয়ে যান তাহলে  সারা বছরের ইনকাম টা পুষিয়ে নিতে পারবেন। এদের কুকিজ ডিউরিসন ১৪ দিনের মোত। এরা এফিলিয়েটরের চাহিদামত বিভিন্ন  মাধ্যমে পেমেন্ট করে থাকে। যারা ভ্রমন বিষয়ক পন্য নিয়ে কাজ করতে চান তাদের জন্য এটা সেরা সাইট।
   
Previous Post Next Post