ফ্রিতে এপ বানিয়ে মাসে 200$ ডলার আয় - প্রথম পর্ব

অনলাইনে আনেকেই এপ্লিকেশন বানিয়ে আয় করতে চান কিন্ত বতর্মানে ফ্রি এপে Admob ব্যবহার করা যায় না। তাই  আপনাদের জন্য দারুণ একটা সাইট নিয়ে এসেছি এখানে আপনি যেকোনো ধরনের ফ্রি এপে এডস বসিয়ে আয় করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক

আমাদের সাইটে নাম হচ্ছে ads.com। প্রথমে বলে নিই এটা হচ্ছে Google adsense এর বিকল্প একটা এডস নেটওয়ার্ক। এখানে আপনি বিভিন্ন ধরনের এপ বানিয়ে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। এবার আপনি হয়তো বলতে পারেন যে আমিত কোডটি জানিনা কিভাবে এপস বানাবো। একে আপনি যদি YouTube একটু সার্চ করেন তাহলেই অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন। যদি এপস বানাতে কোন সমস্যা হয় তাহলে আপনি আমাকে মেইল করবেন আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিবো ওকে।

এবার আসি কিভাবে এখানে আপনি ইনকাম করবেন?
এজন্য প্রথমে এই সাইটে রেজিঃ করবেন আর রেজিঃ করা খুবই ইজি আশাকরি আপনারা এটা পারবেন। ওকে এবার আপনি এপ এর জন্য এড কোড জেনারেট করে আপনার এপে সেগুলো বসিয়ে দিন দেখবেন ২৪ ঘন্টার মধ্যে আপনার এপটা মনিটাইজ হয়ে যাবে ওকে। আর এখানে আপনি সেলফ ক্লিক এপস বানিয়েও আয় করতে পারে।ওকে    এখানে আর দেখানোর মোত তেমন কিছুই নেই। আর কোন কিছু বুঝতে না পাররে FAQ থেকে দেখে নিতে পারবেন। তার পরও যদি সমস্যা হয় তাহলে আমাকে মেইল করতে পারেন।

এবার আপনারা এখান থেকে পেমেন্ট কিভাবে নিবেন। এই সাইট থেকে সরাসরি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
পেমেন্ট নেওয়ার জন্য আপনি প্রথমে প্রফাইল সেটিংসে যাবেন এবার আপনার ব্যাংকের যাবতীয় সকল তথ্য দিয়ে পেমেন্ট অপসন সেটআপ করতে হবে। এখানে আপনা মিনিমাম ৫০ ডলার হয়ে গেলেই পেমেন্ট নিতে পারবেন। আপনারা জনেন যে এপ নিয়ে কাজ করলে এক থেকে দুই দিনেই ৫০$ ডলার হয়ে যায়। আর পেমেন্ট আসতে ১মাসের মোত সময় লাগে। আপনারা জানেন যে বাহিরের country থেকে ব্যাংকে পেমেন্ট আসতে কি পরিমান সময় লাগে। এখান থেকে পেমেন্ট নিয়ে কনো ধরনের চিন্তা করতে হবেনা কারন সাইটা আনেক ট্রাসটেড সাইট গত দুই বছর ধরে মার্কেটে রয়েছে। এবং এই সাইটে পেমেন্ট প্রফ নিয়ে একটু ইউটিউবে সার্চ করলে আনেক পেমেন্ট প্রফ দেখতে পাবেন।

আশাকরি পুরো বিষয়টা বুঝাতে সক্ষম হয়েছি। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।


   




   

*

Post a Comment (0)
Previous Post Next Post