YouTube এ পাঁচটি ভুল। একজন সফল YouTuber হতে চান?

YouTube এ সফল হতে চাইলে ১০ ভুল আজই ছারুন।আপনিও সফল হতে পারবেন।

number one: লাখ টাকা সপ্ন-

YouTube এ আসার আগেই লাখ টাকার সপ্ন দেখা। আপনি যদি YouTube আজকে এসে কালকেই লাখ টাকার ইনকাম করতে চান তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন কারল YouTube মার্কেটপ্লেসটা কখনোই আপনার জন্য ছিলো না। সুতরাং YouTube এ কাজ করতে চাইলে অবশ্যই আপনাকে ধর্য ধরতে হবে।

number two: গেমিং কন্টেন্ট -

গেমিং কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনার মনিটাইজ পাওয়ার সম্ভবনা খুবই কম থাকে। তবে আপনি মনিটাইজ পাবেন যদি গেমিং ভিডিওতে নিজের ভয়েস দেন। কারন YouTube কখনোই বলেনি যে গেমিং চ্যানেল নেলে  মনিটাইজ দিবে না। আবার গেমিং কন্টেন্ট নিয়ে কাজ করলে কপিরাইট স্টাইক আসার সম্ভবনাও থাকে ফলে যখন তখন মনিটাইজটা ডিজেবল হয়ে যেতে পারে। সুতরাং গেমিং কন্টেন্ট নিয়ে কাজ না করায় ভালো।

number three: কমিউনিটি গাইড লাইন-

অবশ্যই আপনাকে কমিউনিটি গাইড লাইন মেনে YouTube এ কাজ করতে হবে। যেমন আপনি যদি মুভি টেইলর্স নিয়ে কাজ করেন তাহলে আপনা চ্যানেলটা YouTube বন্ধ করে দিবে কারন তাদের কমিউনিটি গাইডে বলা আছে যে মুভি টেইলর্স don't alwayed. তাই আপনি যদি সত্যিই প্রফেসনাল ভাবে ইউটিউবে আসতে চান তাইলে কমিটি গাইড লাইন Vary vary important, right now


number four: কপিরাইট-

আবশ্যই আপনাকে কপিরাইটের ব্যপারে খুবই সতর্ক থাকতে হবে কারন আপনার চ্যানেলে যদি কপিরাইট কন্টেন্ট থাকে অর্থাৎ আনের কন্টেন্ট চুরি করে আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে আপনি কখনোই মনিটাইজ পাবেন না সুতরাং আপনি যদি কপি করার চিন্তাভাবনা করে ইউটিউবে আসেন তাহলে আপনার সময় টায় কেবল নস্ট হবে। না পাবেন adsense না অন্যকিছু। 

number five: চ্যানেল প্রমোট-

অনেকেই দেখা যায় ফালতু কিছু টাকা খরচ করে চ্যানেল প্রমোট করে। আসলে আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করতে না পারেন তাহলে হাজার ও প্রমোট করলেও ফল শূন্য। ha ha ha, 
ok আপনি চ্যানেল প্রমোট বা ভিডিও বুস্ট করতে পারেন যদি দেখন যে সত্যিই আপনি অনেক ভালো কন্টেন্ট তৈরি করছেন কিন্তু ভিজিটর আসছে না সে ক্ষেত্রে। otherwise ফালতু টাকা নস্ট করার কোন দরকার নেই।

أحدث أقدم