ব্লগে auto ads সিস্টেম সেটআপ করে আরো বেশি ইনকাম


Auto ads কি?আপনিও ব্লগে অটো এডস য়বসান।

হ্যলো friends আসসালামুয়ালাইকুম আসাকরি আপনা সবায় ভালো আছেন।আমাদের আজকের ট্রপিক হচ্ছে auto ads কি এবং কিভাবে আপনার ব্লগার সাইটে auto এডস বসাবেন।তাহলে চলুন কথা না বলে শুরু করা যাক।

Auto ads কি?

আমরা সাধারণত ব্লগে প্রতিটা এডস এর জন্য আলাদা করে এডস ইউনিট জেনারেট করি।এতে অনেক সময় আমরা বুঝতে পারিনা যে কোন কন্টেন্টে কয়টা এডস বসাবো। আবার কন্টেন্ট কম এডস এর পরিমাণ বেশি হলে প্লান্টি খাওয়ার সম্ভাবনা থাকে।যদি আপনি ব্লগে  auto ads সিস্টেম চালু করেন তাহলে গুগল নিজেই আপনার ব্লগে এডস বসিয়ে দিবে এতে আপনার ads বসানোর জন্য বার্তি ঝামেলা করতে হবেনা সবকিছুই গুগল হ্যন্ডেল করবে।তবে এতে কিছু সুবিধা অসুবিধা রয়েছে।

Auto ads এর সুবিধা।

  • যেহেতু গুগল নিজেই আপনার ব্লগে এডস বসিয়ে দিবে তাই এতে করে আপনার প্লান্টি খাওয়ার ভয় নেই 
  • ads বসানোর জন্য বার্তি ঝামেলা করতে হবেনা।
  • আপনার কন্টেন্ট এর উপর ভিত্তি করে এডস দিবে এতে করে আপনার ইনকাম একটু বেশি হবে।

তবে Auto ads সিস্টেম চালু করলে আপনার কিছু অসুবিধা ও হতে পারে।যেমন,

  • অপনি ইচ্ছা মত কন্টেন্ট এর উপর ভিত্তি করে hadder,footer বা layout এ এডস বসাতে পারবেন না 
  • গুগল ইচ্ছে মত এডস বসিয়ে দিবে 
Auto ads সিস্টেম কিভাবে  চালু করবেন।
এর জন্য আপনাকে প্রথমে Adsense একাউন্ট টা লগিন করবেন এপর এডস ইউনিটে যাবেন তারপর auto ads ইউনিট নামে একটা আপস পেয়ে যাবেন সেখানে ক্লিক করুন এখন কিছু এডস কোড দেখতে পাবেন সেগুলো কপি করুন এবং আপনার ব্লগের থিম সেটিংসে যান থিম সেটিংস থেকে Edit Html এ ক্লিক করুন এখন হেডার অথবা ফাটারে পেস্ট করে দিন।এখোন আপনার কাজ শেষ। কিছুক্ষণ পর গুগল নিজেই আপনার ব্লগে এডস পাবলিস করা শুরু করবে।

আপনাদের প্রশ্ন-

  • Auto ads সিস্টেম চালু করলে কি ভালো হবে?
        অবশ্যই কারন গুগল আপনার কন্টেন্ট এর উপর           ভিত্তি করে এডস বসিয়ে দিবে।
  • ইনকাম কমে যাবে? 
     না।

প্রতিদিন নতুন নতুন ট্রপিসের উপর আপডেট পেতে আমাদের tachbanglabd24 এর সাথেই থাকন।ধন্যবাদ 

Previous Post Next Post