হ্যালো বন্ধরা আমাদের আজকের সাইটের নাম হচ্ছে Hosting lagbe.com এবং এটা মূলত বাংলাদেশী একটা হোস্টিং কোম্পানি।সুতরাং আপনি এই কোম্পানি থেকে ডোমেইন ও হোস্টিং sell করে বেশ ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন এবং এদের প্রতিটা স্যলের জন্য ১০ শতাংশ হ্যারে কমিসন লাভ করবেন। আপনি হয়তো বলতে পারেন যে এফিলেট মার্কেটিং করার জন্য ত ওয়েবসাইটে আথবা YouTube চ্যানেল লাগে। তারপর একাউন্ট approval নিতে হয় এবং আরো আনেক কিছু । কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আপনি কোন ওয়েবসাইট বা YouTube চ্যানেল ছাড়াই এদের সাথে মার্কেটিং করতে পারবেন।
সবথেকে মজার ব্যপার হলো এরা সরাসরি বিকাশে ও পেপালে পেমেন্ট করে থাকে।
এবার কথা হচ্ছে কিভাবে এদের সার্ভিস টা নিবেন?
এজন্য আপনি এদেশের সাইটে আবেন (সাইটের লিংক উপরে পেয়ে যাবেন) রেজিঃ এ ক্লিক করে একটা একাউন্ট করে নিবেন।একাউন্ট করা খুবই ইজি আসাকরি আপনারা এটা পারবেন।
একাউন্ট করা হয়ে গেলে আবশ্যয় একাউন্ট টাকে login করবেন।
এবার আপনাকে three dots মেনুতে যাতে হবে এবং মেনু থেকে Affiliated আপসনে ক্লিক করবেন তাহলেই আপনার এফিলেট লিংটি পেয়ে যাবেন।এরপর এ্যফিলেট লিংটি আপনি Blog, ফেসবুকের, সহ বিভিন্ন মাধ্যমে প্রমোট করতে পারেন। এবং প্রত্যকটা sell এর বিনিময়ে আপনি নির্দিষ্ট পরিমাণ কমিসন লাভ করবেন।
আর অবশ্যই মার্কেটি করার আগে এদের সাপোর্টের সাথে কথা বলে নিবেন তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে
কোনকিছু বুঝতে না পারলে আমাকে মেইল করতে পারেন আমি আপনাকে help করতে পারবো
প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে Tachbanglabd24 এর সাথেই থাকুন। ধন্যবাদ
